লোকালয়ে বনবিড়াল,আহত পাঁচ
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,৩০সেপ্টেম্বর:- বৃহস্পতিবার ধান ক্ষেতে কাজ করতে গিয়ে হঠাৎ দেখা মিলল বনবিড়ালের। কিছু বোঝার আগেই কামড়ে দেয় ধান ক্ষেতে কাজ করা এক মহিলাকে চিৎকার শুনে এলাকার মানুষ জড়ো হয় এবং বন বিড়ালটিকে ধরার চেষ্টা করে। এরই মধ্যে আরও চারজনকে আঁচরে দেয় বনবিড়াল টি। অবশেষে বনবিড়াল টিকে ধরে বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়। বনবিড়াল টি অসুস্থ তার চিকিৎসা চলছে ।
স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ছাট দারিকামারি গ্রামে কৃষক সুকুমার বর্মনের ধানখেতে একটি বনবিড়াল দেখতে পান তার স্ত্রী হিরণবালা বর্মন ।কিছু বোঝার আগেই বিড়ালটি এসে কামড় দেয় তাকে।তিনি চিৎকার শুরু করেন।চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে এবং বনবিড়াল টিকে ধরতে চেষ্টা করে।তারই মাঝে বনবিড়ালের আছড়ে আহত হয়েছে আরো চার জন।আহতরা হল বিশ্বজিৎ দাস,বীরেন্দ্র চন্দ্র দাস ,দীপা বর্মন,গণপতি বর্মন। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বনবিড়াল টিকে আটক করা সম্ভব হয়।বন দপ্তরে খবর দিলে বন কর্মীরা বনবিড়াল টিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আহতদের ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জ অফিসার সজল পাল বলেন,উদ্ধারিত বনবিড়াল টি অসুস্থ।তাকে পুন্ডিবাড়ি রেঞ্জের বন কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে।সেখানেই তার চিকিৎসা চলছে।সুস্থ হলে পুনরায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।