শহীদ দিবসের প্রস্তুতি হলদিবাড়িতে

অপু দেবনাথ , হলদিবাড়ি

প্রতিবছর ২১ জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বার্ষিক সাধারণ সমাবেশও হয় কার্যত ওই দিনই। যে কোনো দিন উদযাপনের জন্য এই ২১ জুলাই দিনটিকে বেঁছে নেন তৃণমূল নেত্রী। কিন্তু কেনো? কি ঘটেছিলো এই ২১ জুলাই। ক্যালেন্ডার পাতা উল্টালে দেখা যায়। তৃণমূল কংগ্রেসের জন্মের আগেই ঘটেছিলো এই ২১ জুলাই। তবে রাজ্যে একজন বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে ২১ এ জুলাই এর অবদান অনশিকার্য। ২১ জুলাই দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নানাবিধ নাটকীয় উত্থান ও পতন। বিগত কয়েক দশক ধরে এই দিনটি তৃণমূলের অঘোষিত বার্ষিক রাজনৈতিক সমাবেশ । তাই একুশে জুলাই শহীদ দিবস পালন করবে তৃণমূল । তাকে সফল করতে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জে বৈঠক করলো তৃণমূল কংগ্রেস । সোমবার বিকেলে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ বাসস্ট্যান্ডে এই বৈঠকের আয়োজন করা হয় । এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী , হলদিবাড়ি ব্লক তৃণমূল সভাপতি অমিতাভ বিশ্বাস , হলদিবাড়ি ব্লক তৃণমূল যুব সভাপতি মানস রায় বসুনিয়া , জেলার তৃণমূল সহ-সভাপতি নুরুল খালিক আহমেদ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *