শাখা সংগঠনের ইফতার
নিউজ ডেস্ক,মালদা:মালদা জেলা INTTUC র উদ্যোগে এবং মালদা ও ওল্ড মালদা তৃণমূল অটো অপারেটরস ইউনিয়নের সহযোগিতায় বুধবার সন্ধ্যায় মালদা শহরের রথবাড়িতে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। সর্ব ধর্ম সমন্বয়ে , ঐক্যের বার্তা নিয়ে বহু সংখ্যক মানুষের সমাগম হয় এই দাওয়াত-এ ইফতারে ।
এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক শ্রী সমর মুখার্জী , মালদা জেলা INTTUC সভাপতি শুভদীপ সান্যাল, জেলা INTTUC র সহ – সভাপতি কৃষ্ণেন্দু মৌলিক , সফিকুল ইসলাম , গৌতম দাস , বিভিন্ন ব্লক এবং শহর INTTUC র সম্মানীয় সভাপতিগণ – কৌশিক ঝা, মাসিদুর রহমান, সুবোধ রায়, উত্তম কুমার প্রামাণিক , অম্বরিস চৌধুরী, ফারুক আবদুল্লাহ সহ INTTUC র আরও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।