শান্তি রক্ষায় সর্বদলীয় বৈঠক হল কুকুরজান এলাকায়
রামপ্রসাদ মোদক,রাজগঞ্জ ২২ মে: ভোট-পরবর্তী শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে শনিবার বিকেলে রাজগঞ্জের কুকুর জানে অনুষ্ঠিত হয় সর্বদলীয় শান্তি বৈঠক। ওই বৈঠকে তৃণমূল কংগ্রেস বিজেপি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোট পরবর্তী সময়ে রাজগঞ্জ ব্লকের কয়েকটি জায়গায় উত্তেজনা এবং অশান্তি দেখা দেয়। প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করায় বর্তমানে রাজগঞ্জ ব্লক শান্ত। যে কয়েকটি স্থানে ভোট পরবর্তী হিংসা দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম কুকুর জান গ্রাম পঞ্চায়েত। এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় দলেই দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ করে একে অপরের বিরুদ্ধে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত শান্তি বৈঠকে সভাপতিত্ব করেন রাজগঞ্জ ব্লকের জয়েন বিডিও, উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সুনীল কুমার পাল, রাজগঞ্জ থানার আইসি পংকজ সরকার। তৃণমূল কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, লক্ষ মোহন রায়, মনিন্দ্র নাথ রায় এবং বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন দিলীপ চৌধুরী বিধান প্রমূখ। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিধায়ক খগেশ্বর রায় বলেন, রাজগঞ্জ শান্তিপূর্ণ এলাকা ভোট পরবর্তী সময়ে কিছু ছোটখাটো গোলমাল এর ঘটনা ঘটেছে। পরবর্তীতে আর যেন কোন ধরনের রাজনৈতিক গোলমাল না হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ কার্যকরী করার জন্য আজকের এই প্রশাসনিক শান্তি বৈঠক। বৈঠকে সব দলের নেতারাই এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের কাছে আবেদন করেন।