শাল কাঠের গুঁড়ি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল আর.জি.পার্টির সদস্যরা
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,৩১ অক্টোবর:- প্রায় ৪৫ হাজার টাকা দামের একটি শাল কাঠের গুঁড়ি আটক করল আর. জি. পার্টি। কাঠের গুঁড়ি আটক হলেও পালিয়ে যায় পাচারকারী। বন দপ্তরকে খবর দিলে গুড়িটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যান বন কর্মীরা।
স্থানীয় এবং বন দপ্তর সূত্রে জানা যায়, মাথাভাঙ্গা ২ ব্লকের প্রেমের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের খরিকা বাড়ী গ্রাম এলাকায় গরু চোর রোধে ঘোকসাডাঙ্গা পুলিশ এবং খরিকা বাড়ী গ্রামের যুবকদের যৌথ উদ্যোগে তৈরি হয় আর.জি. পার্টি। সেই আর্জি পার্টি পালা করে রাতে টহল দেয় এলাকায়। সেই মত শুক্র বার রাতে খরিকা বাড়ী এলাকায় টহল দিচ্ছিল তারা। রাত প্রায় ২ টা নাগাদ একটি ভটভটি করে প্রায় ২১ সিপটি একটি শাল কাঠের গুঁড়ি সেই জায়গা দিয়ে যাচ্ছিল। ভটভটিটি আটক করে বৈধ কাগজ দেখতে চায় সেই আর্জি পার্টি। কিন্তু বৈধ কাগজ না থাকায় গুড়িটি আটক করে সেই আর্জি পার্টি। ইতি মধ্যে পালিয়ে যায় সেই ভুটভুটির চালক। পরে বন দপ্তরের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে খবর দেন তারা। বন দপ্তরের কর্মীরা গুড়িটি উদ্ধার করে মাথাভাঙ্গা রেঞ্জ অফিসে নিয়ে যায়। এ বিষয়ে মাথাভাঙ্গা ডিভিশনের রেঞ্জ অফিসার সজল পাল জানান, খরিকা বাড়ী এলাকা থেকে রাত প্রায় আড়াইটা নাগাদ ফোন আসে। সেই মত আমরা রেডি হয়ে ভোর চারটার সময় সেখানে পৌঁছাই । নির্দিষ্ট নিয়ম মেনে আমরা সেই গুড়িটি বাজেয়াপ্ত করি। সেই কাঠের গুড়িটির বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলেও জানান সজল বাবু।