শাসক বিরোধী উভয় দলের যুব কমিটি গঠন

বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:- কয়েক মাস পেরোলেই বিধানসভা ভোট।সেই ভোট কে পাখির চোখ করতে দল সাজাতে বেস্ত শাসক বিরোধী দুই দলই।ব্লক থেকে অঞ্চল পুরো কমিটি গঠন করতে তারপর শাসক-বিরোধী। সামনের বিধান সভা নিজের দল নজির গড়তে একদিকে ব্লক থেকে শুরু করে অঞ্চল কমিটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস অপরদিকে একই ভাবে জি পি কমিটি সাজাচ্ছে বিজেপি। জানা যায় মাথাভাঙা দুই নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কমিটি গতকাল রবিবার কুচবিহার জেলার সভাপতি অভিজিত দে ভৌমিক ঘোষণা করেন। এবং সেই কমিটি কিছু সদস্যের পদাধিকার একটু উলটপালট করে মাথাভাঙ্গা 2 নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কমিটি এদিন মাথাভাঙ্গা পার্টি অফিস নিউ চ্যাংড়াবান্ধা ঘোষণা করলেন মাথাভাঙা দুই নং ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী। এছাড়াও এদিনের এই কমিটি গঠনের উপস্থিত ছিলেন, যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অনুকূল বর্মন , জেনারেল সেক্রেটারি আলী হোসেন আক্তার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যুব সভাপতি কমলেশ অধিকারী জানান এদিন মাথাভাঙা দুই নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের 54 জন সদস্যকে নিয়ে একটি কমিটি ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে এলাকার বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মন এর নির্দেশে।
অপরদিকে মাথাভাঙ্গা বিধানসভার জেপি ৫এর বিজেপির যুব কমিটি ঘোষণা করলেন বিজেপি জেপি ৫এর যুব সভাপতি বনদেব সরকার। এদিনের এই বিজেপির জিপি 5 এর যুব কমিটি গঠনের সভায় উপস্থিত ছিলেন জিপি৫এর সভাপতি বিশ্বরূপ রায়, জেলা কমিটির সদস্য সঞ্জায় সরকার, আশিস দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
এদিন জিপি ৫এর যুব সভাপতি বনদের সরকার জানান ৩১ জনের সদস্য নিয়ে এই দিনের এই কমিটি গঠন করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *