শিব চতুর্দশীতে মিলন মেলা সিতাই স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে
প্রতিবারের ন্যায় এবারও সিতাই বাজার সংলগ্ন স্থানীয় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে আগামী 3 রা মার্চ থেকে 15 দিনব্যাপী শুরু হচ্ছে ঐতিহ্যবাহী মিলন মেলা। ওই মেলার পরিচালন কমিটির সম্পাদক বিশু রায় প্রামানিক জানান মার্চ মাসের 3 তারিখে এই মেলার শুভ উদ্বোধন করবেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা রায় বসুনিয়া এবং অন্যান্য নেতৃত্ব গন। বিশু রায় প্রামানিক জানান, যেমন কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা ঠিক সেই রাসমেলার আদলে বেশ কয়েক বৎসর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে সিতাই এর শিবরাত্রি মেলা , যেটি শিব চতুর্দশীর পর থেকেই শুরু করা হয়। এই মেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এছাড়াও কচিকাঁচাদের আনন্দ ও বিনোদন দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের উপাদান রাখা হয়েছে। বড়দের জন্যও রয়েছে যথেষ্ট পরিমাণে আনন্দ-বিনোদন কেনাকাটা খাওয়া-দাওয়াসহ নানা ধরনের সরঞ্জাম এবং উপাদান। এখানে দূর-দূরান্ত থেকে দোকানদাররা এসে পসরা জমিয়ে থাকেন। এলাকার মানুষ সেই বিষয়গুলিকে আন্তরিক ভাবে উপভোগ করে থাকেন। সর্বোপরি শিবরাত্রি মেলা কমিটি সকল আপামর জনসাধারণকে এই মেলায় আসার জন্য আন্তরিকভাবে আবেদন জানিয়েছেন।