শিলিগুড়িতে ফ্ল্যাটে মধু চক্রের আসর, মালিক সহ গ্রেপ্তার ৮
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: শিলিগুড়িতে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার ৫। গোপন সূত্রের খবর পেয়ে শিলিগুড়ির শাস্ত্রী নগরের একটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালায়। ভক্তিনগর থানার পুলিশের কাছে খবর আসে যে ওই এলাকার একটি ফ্ল্যাটে দীর্ঘ কয়েকদিন ধরেই মধুচক্রের আসর চলে৷সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দেয় ওই ফ্ল্যাটে তারপর ফ্লাটের মালিক সৌরভ দে, রিঙ্কি দে সহ নন্দলাল আগরওয়াল, অরবিন্দ কুমার শর্মা, সাজন সিংকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৩ মহিলাকে উদ্ধার করে পুলিশ। সোমবার ধৃতদের এবং উদ্ধার তিন মহিলাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়৷