শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে কেপিপি’র ওয়ার্ড কমিটি গঠন

শিলিগুড়ি: ২৬ সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে। পিছিয়ে নেই উত্তরবঙ্গের ভাষা ও আলাদা রাজ্যের দাবিদার দল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে কেপিপি’র ওয়ার্ড কমিটি গঠিত হয় ১৬ জন সদস্য নিয়ে।

সভাপতি: গোকুল বর্মন

সহ-সভাপতি: দিনেশ শীল

সেক্রেটারি: উজ্জ্বল বর্মন

সহ-সেক্রেটারি: সুজিত রায়

ক্যাশিয়ার: দেবজিৎ বিশ্বাস

সহ-ক্যাশিয়ার: কেশরী রায়

স্পোক পারসন: বাপ্পি মোদক

কমিটি গঠনের পর কেপিপি’র কেন্দ্র কমিটির সভাপতি বুদারু রায় জানান,

আগামী দিনে আমাদের সংগঠনকে মজবুত করতে আরও সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করব। তারই অংশ হিসেবেই আজকের এই ওয়ার্ড কমিটি গঠন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *