শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট সাত দিনের বাদে বন্ধ

সঞ্জয় হালদার, শিলিগুড়ি,১১ জুন: শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের দুই ঝন আড়তদারের কোভিড-১৯ পজিটিভ আসিচে দেখি মাছের আড়ত ৭ দিনের জৈন্যে বন্ধ রাখিল মার্কেট কমিটি আর দার্জিলিং জেলা প্রশাসন। মার্কেট কমিটির সচিব অনিল কুমার শর্মা কন প্রশাসনের সিদ্ধান্ত মানি নিমো, রাতি পোয়াইলে আড়তের জাগা খান স্যানিটাইজ করিমো। জানা গেইচে, কয় দিন আগত চম্পাসারির এক ঝন আড়তদারের করোনা আক্রান্তের ধরা পড়িছিলো, তায় উমরা আড়ত আইসা বন্ধ করি দিছে বুলি জানা গেইচে আড়ত সূত্রে। আজি আরহ ৪৬ নাম্বার ওয়ার্ডের এক ঝন আড়তদারের কোভিড-১৯ পজিটিভ আসিচে। তায় টক করি সাত দিনের জৈন্যে মাছ বাজারের আড়ত বন্ধ করি দিলেক। শিলিগুড়ি হোলসেল ফিস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মেম্বার জয়প্রকাশ সিনহা কন আড়তদারের কোভিড-১৯ পজিটিভ আসিচে বুলি মুই শুনিচুঙ কিন্তুক উমরা কয় দিন আগ থাকি বাজার আইসা বন্ধ করি দিছে বুলি জানঙ। সংশ্লিষ্ট জেলার জেলা শাসক কন আড়তদারের কোভিড-১৯ পজিটিভ আসিচে, তায় মেলা মানষির সংক্রমণ হবার পায়, তায় আজি সাত দিনের জৈন্যে মাছের আড়ত বন্ধ করি দিলি। শিলিগুড়িত হুড়কার মতোন করি পজিটিভ আসির ধরিচে, কোন দিন যে গোষ্ঠী সংক্রমণ হয় সেইটারে আশঙ্কা প্রকাশ করির ধরিচে থানীয় মানষি গিলা। সুভাষ পল্লী এক ঝন, বিধান রোডের এক পেইড কোয়ারেন্টাইনে থাকা মানসির পজিটিভো আসিচে।আরহ ফির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার কয় আজি দুই ঝন করোনা পজিটিভ মানষির জিউ গেইচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *