শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে
ডেস্ক , শিলিগুড়ি : শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।শিশুকে কোলে নেওয়ার নাম করে শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ঘটনা স্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশ।জানা গিয়েছে, গত ২ দিন আগে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম নেওয়ার পর শিশুর মায়ের শারীরিক অবস্থা অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।অভিযোগ, এদিন খাবার খাওয়ার সময় এক মহিলা শিশু নেওয়ার নাম করে শিশু নিয়ে পালিয়ে যায়।গোটা ঘটনার খোঁজ শুরু করা হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।যেহতু ভিজিটিং সময়ে এই ঘটনা ঘটেছে তাই গাফিলতি হলে কড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মেডিক্যাল কলেজের সুপার ডঃ সঞ্জয় মল্লিক।গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে শিশুর মা ও পরিবারের সদস্যরা।