শীতলকুচিতে রাসায়নিক সারের মূল্য ন্যায্যমূল্যের থেকে বেশি নেওয়ার অভিযোগ কৃষকদের
বিজয় বর্মন, শীতলকুচি: রবি মৌসুমে রাসায়নিক সারের চাহিদা অন্যান্য মৌসুমের তুলনায় বেশি থাকে আর এই সুযোগে কিছু অসাধু সার ব্যবসায়ী ন্যায্য মূল্য থেকে বেশি মূল্যে সার বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করছে ।ফলে সাধারণ কৃষকরা রাসায়নিক সার কিনতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সাধারণ কৃষকদের। বেশি দাম
সার কিনতে হচ্ছে সাধারণ কৃষকদের ফলে সমস্যায় পড়তে হয়ছে তাদের।
কৃষকদের বক্তব্য সার কিনতে গেলেই সারের দোকানদার বলছে সার নেই ।এমন কিছু সার যা রবি ফসলের জন্য খুবই দরকার যে সার না দিলে আলু চাষ সহ অন্যান্য চাষ করা কোনভাবেই সম্ভব নয়। আর ওই রাসায়নিক সারের চাহিদা বেশি সেই সার গুলো সংকট দেখাচ্ছে দোকানদাররা, এমনকি ন্যায্যমূল্যের থেকেও প্রায় দ্বিগুণ হারে সারের মূল্য নিচ্ছে তবুও পাওয়া যাচ্ছে না রাসায়নিক সার।
সোমবার সকালে এই খবর পেয়ে সহ কৃষি অধিকর্তা (প্রশাসন) মাথাভাঙ্গা মহকুমা ডক্টর শ্যামল কুমার সাহা, ডক্টর তুষার কান্তি রায় ও শীতলকুচির সহ কৃষি অধিকর্তা প্রদীপ্ত ভৌমিক শীতলকুচি ব্লকের বিভিন্ন সারের দোকানে হানা দেয় এবং শীতলকুচি বাজারের দুটি দোকানদারকে শোকজের নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে ।
সহ কৃষি অধিকর্তার জানিয়েছেন 7 দিনের মধ্যে কি কারনে সারের দাম বেশি নেওয়া হচ্ছে লিখিতভাবে না জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে । পরবর্তীতে এরকম অভিযোগ এলে ওই দোকানগুলোর বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে।