শীতলকুচি কিষান মান্ডিতে নোটিশ দিয়েও ধান কেনার জন্য আধিকারিক অনুপস্থিত উত্তেজিত কৃষকরা

বিজয় বর্মন,: শীতলকুচি

মঙ্গলবার বেলা দশটার দিকে শীতলকুচি কৃষি বাজারে কিষান মান্ডিতে কৃষকদের উত্তেজনায় চাঞ্চল্য শীতলকুচি বাজার
শীতলকুচি কৃষি বাজার কৃষি মান্ডিতে সরকারি ভাবে ধান কেনা হয় কিন্তু মঙ্গলবার আধিকারিকদের পক্ষ থেকে নোটিশ দিলেও আধিকারিকদের অনুপস্থিতি জন্য ধান বিক্রি করার জন্য কোন তথ্যই পান না কৃষকরা ফলে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কোন আধিকারিকের উপস্থিত ছিলেন না বেলা বারোটা বাজলেও উপস্থিত হননি ধান কেনার জন্য কোন সরকারি আধিকারিক ফলে কৃষকরা উত্তেজিত হয়ে পড়ে
আনোয়ার মেয়ে নামে একজন কৃষক বলেন যে শীতলকুচি কৃষি মান্ডিতে দীর্ঘদিন ধরে অবস্থা চলছে সরকারি আধিকারিক রা ঠিকমতো আসছেন না ও প্রকৃত কৃষকরা কৃষি মান্ডিতে ধান বিক্রয় করতে পারছে না আধিকারিকদের সঙ্গে দালালচক্রের সংযোগ রয়েছে ফলে শীতলকুচি মান্ডির অব্যবস্থা র ফলে ভুক্তভোগী শীতল কুচির কৃষকরা,
কৃষি মান্ডির এই অবস্থা সংশোধিত না হলে প্রকৃত কৃষকরা সরকারি কেন্দ্রগুলিতে ধান বিক্রি করতে পারবে না ফলে তারা বড় অসুবিধায় পড়ে বলে তিনি জানিয়েছেন,
এ ব্যাপারে শীতলকুচি ব্লগ আধিকারিক সোফিয়া আব্বাস কে ফোন করলে তিনি বলেন ব্যাপারটি আমার জানা নেই খোঁজ নিয়ে দেখব, এমন হলে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *