শীতের দিনে দার্জিলিং
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: দার্জিলিং শহর এখন পর্যটকে পরিপূর্ণ। বড়দিন উপলক্ষে পর্যটকদের ভিড় দার্জিলিং শহরের সর্বত্রই দেখা গেছে। সুদূর কলকাতা, দিল্লি, প্রভৃতি স্থানে থেকে পর্যটকরা উপস্থিত হয়েছেন দার্জিলিংয়ের প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য। গত দু’বছর থেকে তেমন করে বিভিন্ন উদ্যোক্তারা সরকারি-বেসরকারি মেলা করার সুযোগ পাইনি বাধা হয়ে দাঁড়িয়েছিল কোভিড । এবার দার্জিলিঙে ম্যালে তিন দিনব্যাপী গুন্দ্রী বাজার খাদ্য মেলা অনুষ্ঠিত হল যদিও এই মেলা খাদ্য মেলা নামে পরিচিত নয় এখানে নানা সামগ্রীর উপহার নিয়ে এই মেলা তিন দিন ধরে অনুষ্ঠিত হল। ইতিহাস একটু ফিরে গেলে দেখতে পাওয়া যায় সেই ব্রিটিশ আমলে দার্জিলিং বাজারের মধ্যে স্থলে গুন্দ্রী বাজার বসত। জনশ্রুতি আছে নেপালের এমন একটি বাজার রয়েছে গুন্দ্রী বাজার নামে পরিচিত । সুদূর নেপাল থেকে প্রাকৃতিক সম্পদ দিয়ে তৈরি শুকনো খাবার এই বাজারে আসত।কালের ছোবলে এই বাজার আজ আর নেই। সেই ইতিহাস কে স্মরণ করে দার্জিলিং ম্যালে বসল গুন্দ্রী বাজার। একটা ঐতিহাসিক বাজারকে ফিরিয়ে আনা হলো দার্জিলিং মানুষের কাছে এবং পর্যটকদের মধ্যে।