শুরু হৈচে গন্ধুগছের শ্রী শ্রী ভগবতী মাতা পুজা, এইবার বসেনি মেলা
মিন্টু সিংহ, বিধাননগর: উত্তরবঙ্গের দার্জিলিং জেলার বিধাননগর আরহ খড়িবাড়ির সীমান্তবর্তী বিহারের গন্ধুগছত শুরু হৈচে সার্বজনীন শ্রী শ্রী ভগবতী মাতা পুজা। করানো মহামারির জইন্য এইবার বসেনি মেলা। খালি পুজা দিবার ব্যবস্থা করা হৈছে বলে জানাইচে গন্ধুগছ ভগবতী পুজা কমিটির সদস্যলা। বুধবার ঘরুয়া পুজার মইধ্য দিয়া শুরু হৈছে পুজা । বৃহস্পতিবার আর শুক্রবার দোহাতি পুজা।
জানা গিসে বছরে বছরে গন্ধুগছত ভগবতী পুজা উপলক্ষত বিরাট মেলার জোগাড় করা হয়। বিহার, পশ্চিমবঙ্গ রাইজ্যর নানা জাগা আরহ পরসি দেশ নেপাল থাকিও ভক্তলা আসেছে পুজা দিবা। আরহ জানা গিসে মাতা ঠাকুর জাগ্রত ঠাকুর। কিনতু এইবার করোনা মহামারির জইন্য প্রশাসন আরহ পুজা কমিটির তরফ থাকি মেলা বন্ধ করা হৈচে। মেলা বন্ধ হইলেও কিনতু এদিনা পুজা দিবার বাদে উৎসাহ দেখা গিসে ভক্তলার।