শৌচালয় দিবস
এমডি রাসেল, ক্রান্তি: বিশ্ব শৌচালায় দিবস।সারা বিশ্বের মানুষের সুস্থ থাকার জন্য শৌচালায় ব্যবহার খুবেই জরুরি।বিশ্ব শৌচালায় দিবস পালিত হল ক্রান্তি ব্লকের চেংমারি ,ক্রান্তি ও রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ।উদ্যোগতা বন্ধন স্বাস্থ্য শাখা চেংমারি,ক্রান্তি রাজাডাঙ্গা অঞ্চল স্বাস্থ্য শাখার পক্ষ থেকে। এদিন বিশ্ব শৌচালায় দিবস উপলক্ষে ৩ টি অঞ্চলে ব্যানার ফেস্টুন নিয়ে মানুষকে সচেতন করতে মিছিল করে প্রচার করা হয়। ক্রান্তি ব্লকের বন্ধন স্বাস্থ্য শাখার কো ওডিনাটোর সন্দীপা রায় জানালেন যে, গ্রাম্য এলাকার লোকজন শৌচালায় আছে কি না এবং শৌচালায় ব্যবহার করে সাবান দিয়ে হাত ধোয়া এবং শৌচকর্ম করার সময় পায়ে জুতা পরা এ বিষয় বাড়ি বাড়ি গিয়ে গ্রাম্য এলাকার লোকজন কে সচেতন করছি।এদিনের কর্মসূচিতে ক্রান্তি অঞ্চলে মিছিলে উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, রাজাডাঙ্গা অঞ্চলের পদ্মশ্রী করিমুল হক ও পঞ্চায়েত সদস্য মিন্টু রায়, চেংমারি অঞ্চলে রতন রায় কে বন্ধন স্বাস্থ্য কর্মসূচিতে বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায়।পদ্মশ্রী করিমুল হক বলেন যে বন্ধন স্বাস্থ্য শাখার উদ্যোগে যে মানুষ কে শৌচাগার ব্যবহার করতে সচেতন করছেন তার জন্য ধন্যবাদ জানান।ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বলেন নির্মল বাংলা অভিযানে শৌচালায় নির্মাণ করা হয়েছে কিন্তু অনেক মানুষ তা সঠিক ব্যবহার করছে না আজকে বিশ্ব শৌচাগার দিবসে বন্ধন স্বাস্থ্য শাখা যে উদ্যোগ নিয়েছেন মানুষকে সচেতন করতে তাদেরকে ধন্যবাদ জানান।