সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমেছে যুব তৃনমূল
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমেছে যুব তৃনমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৪ টি বুথের যুব সভাপতি সহ বিভিন্ন পদাধিকার ঘোষণা করলেন যুগ্ম আহ্বায়ক সুমন্ত অধিকারী এবং বঙ্কিম বর্মন। এদিন নয়ারহাট বাজারের দলীয় কার্যালয়ে ৪ টি বুথের বুথের যুব কমিটি ঘোষণা করা হয় বলে দলীয় সূত্রে খবর। নয়ারহাট যুব তৃনমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক সুমন্ত অধিকারী জানান, ব্লকের যুব সভাপতি কামাল হোসেনের নির্দেশে নয়ারহাট এলাকার বুথের যুব কমিটি ঘোষণা করা হচ্ছে। এদিন ৪ টি বুথের কমিটি ঘোষণা করা হয়েছে। বাকি বুথ গুলো আগামী মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে বলে তিনি জানান। নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ১৯ টি বুথ কিন্তু পঞ্চায়েত সদস্য ১৭ জন। এদিন ৪ টি বুথ ঘোষণা হলেও অধিকাংশ বুথেই ঘোষণা হয়নি। যদিও যুব তৃনমূল নেতৃত্বের আশ্বাস শীঘ্রই বাকি গুলো ঘোষণা করা হবে। সূত্রে খবর, লোকসভা ভোটের পর নয়ারহাট এলাকায় তৃনমূলের শক্তি ক্রমশ ক্ষয় হয়েছে। কিন্তু বিধানসভা ভোটে তৃনমূল দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে সিট পেয়েছে বলে নয়ারহাট তৃনমূলের শক্তি সঞ্চার হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।