সংবর্ধনা ও নাট্য সন্ধ্যা অনুষ্ঠান হলদিবাড়িতে

রবিবার হলদিবাড়ি শহরের রবীন্দ্র ভবনের মঞ্চে অনুষ্ঠিত হয় ‘হলদিবাড়ি কোলাজ’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও নাট্যসন্ধ্যা । এইদিন কোলাজের নাট্যধারার অন্তর্গত শিশুদের দ্বারা অভিনীত ৩টি নাটক মঞ্চস্থ হয়। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । মেহুলি দাস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন । এরপর হলদিবাড়ি পৌরসভার নবনির্বাচিত পৌর প্রতিনিধিদের সন্মান জানাতে হলদিবাড়ি কোলাজের পক্ষ থেকে উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক, যা কোলাজের শিশুদের হাতের তৈরি, তা দিয়ে সংবর্ধনা জানান । এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপতি শংকর কুমার দাস এবং পৌর প্রতিনিধি সৌরভ রায়, সুমি দে সরকার, নিখিল দত্ত, দুলাল বিশ্বাস সহ অন্যান্যরা । এরপর শিশুদের দ্বারা অভিনীত ৩টি নাটক- প্রথম বর্ষের ছাত্রদের ‘আলো’, দ্বিতীয় বর্ষের ছাত্রদের ‘বহুরূপী’ ও তৃতীয় বর্ষের ছাত্রদের ‘কুমন সুমন’ মঞ্চস্থ হয়। নাটক শেষে দর্শকদের করতালি বুঝিয়ে দিয়েছে শিশুদের অভিনয় এককথায় অনবদ্য। সংস্থার পক্ষে স্বরূপ দাস বলেন “আজকের নাট্যসন্ধ্যা ছিল মূলত শিশু নাট্যধারার অংশ। শিশুদের নিয়মিত নাট্য চর্চার মাধ্যমে হলদিবাড়ির সুস্থ সংস্কৃতি অক্ষুন্ন রাখার যে পন্থা হলদিবাড়ি কোলাজ নিয়েছে তার জন্য দলের প্রত্যেককে সাধুবাদ জানাই। ৩টি নাটকে শিশুরা অভিনয় করেন। আলো সুবোধ দে দাস ও অনিরুদ্ধ সরকার, আবহ কৌশিক সরকার। মঞ্চ, পোশাক ও সহকারী পরিচালনা হিরণ্যদ্যুতি রায় প্রধান করেন।”

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *