সংবর্ধনা পেল চোপড়ার দুই প্রতিভাবান কমিজুদ্দিন ও সুধা রানী সিংহ
সুবল গোপ, চোপড়া: ৭২তম প্রজাতন্ত্র দিবসে ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকে সংবর্ধনা পেল চোপড়ার দুই প্রতিভাবান কমিজুদ্দিন ও সুধা রানী সিংহ। উল্লেখ্য চোপড়া ব্লকের আমতলা গ্রামের মহম্মদ কমিজুদ্দিনের বাবা মহম্মদ সিদ্দিক পেশায় রিক্সা চালক তবুও ছেলে কমিজুদ্দিন দারিদ্রতাকে হার মানিয়ে ডাক্তারিতে পড়াশোনা করতে শুরু করায় এলাকার মানুষের প্রশংসা পেয়েছেন। ইচ্ছা থাকলে দারিদ্রতা এবং কোন বাধাই যে লক্ষ্যে পৌঁছানোর আগে থামাতে পারে না তার স্বাক্ষী হয়ে রইল কমিজুদ্দিন। তাই ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে কমিজুদ্দিন কে সংবর্ধনা ও মানপত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার সীমান্ত গ্রাম শ্যামগছের গরিব চাষি সুবল সিংহের মেয়ে সুধা রানী সিংহ দারিদ্রতাকে হার মানিয়ে এমএ পাশ করে বাড়িতে বসে না থেকে অ্যাম্বুলেন্স চালিয়ে বাবার সংসারে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অ্যাম্বুলেন্স চালান। ছেলেদের পাশাপাশি মেয়েরাও যে কম নয় তার উদাহরণ সুধা রানী সিংহ। তার অদম্য সাহসে গর্বিত চোপড়াবাসী। তাই এদিন তাকে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে মানপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক সপ্তর্ষি নাগ,মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক পারশ কুমার সিং সহ অন্যান্য অধিকারিকগন। এছাড়াও ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সুশান্ত নন্দী,কার্যকরী সভাপতি মেহেদী হেদায়েতুল্লা সহ সভাপতি সুবল গোপ এবং ক্লাব সদস্য জব্বার আলী প্রমুখ।