সংবর্ধনা

অরুনাঙশু মৈত্র, ফালাকাটা : সুস্থ থাকার লক্ষে পায়ে হাটা, সাইকেলিং ও পথচারীরা যাতে রাস্তায় সুষ্ঠভাবে চলাফেরা করতে পারে তার পরিকাঠামো উন্নয়নের লক্ষে কোহীমা থেকে কন্যাকুমারী পর্যন্ত চার হাজার কিলোমিটার রাস্তা ১০০ দিনে পায়ে হেটে পারি দেবার লক্ষে পায়ে হেটে রওনা দিল মোহালী পাঞ্জাবের গুড়কিরত সিং (২৮) ও ব্যাঙ্গালোর কর্নাটকের অক্ষয় আড়লিকাট্টি (২৭) দুই ইংজীনিযর বন্ধু। বৃহস্পতিবার বিকেলে ফালাকাটায় এসে পৌছলে ফালাকাটার পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয় তা তাদেরকে সংবর্ধনা জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে । এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে পায়ে-হাঁটা ও সাইকেলিং এর উপকারিতা নিয়ে এক আলোচনা অংশ নেয় ।
গুড়কিরত সিং বলেন পায়ে হাঁটার উপকারিতা শরীর সুস্থ থাকার জন্য পায়ে-হাঁটা অত্যন্ত জরুরী এবং উন্নয়নের জন্য এবং রাস্তাঘাট তৈরীর জন্য জনগণের পায়ে হাঁটা পথ চলার রাস্তা হারিয়ে যাচ্ছে এরই লক্ষে আমাদের এই অভিযান ।আমরা আশা করছি আমাদের এই অভিযান সফল হবে এবং আমাদেরকে উৎসাহ ও সঙ্গ দেবার লক্ষ্যে প্রচুর লোক আমাদের সঙ্গেও ৪-৫ কিলোমিটার করে তাদের এলাকায় হেঁটে সঙ্গ দিচ্ছেন ।
পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর রায় চৌধুরী বলেন, দুই বন্ধুর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এদেরকে উৎসাহ প্রদানের লক্ষ্যে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল এবং আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে শারীরিক সুস্থতা বিষয়ের ওপর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *