সচেতনতা শিবির
ক্ষীরোদা রায়, ফালাকাটাঃ ভার্চুয়াল দুনিয়ায় যুক্ত হয়ে অনেক সময়ই শিক্ষার্থীরা বিপথে পরিচালিত হচ্ছে। সোশ্যাল সাইটে চেনা অচেনার বন্ধুদের সঙ্গে পরিচিতি হতে গিয়ে অনেক সময়ই শারীরিক ও মানসিক আক্রমণের মুখে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এমনকি পাচারকারীদের খপ্পরে পড়ার সম্ভাবনাও উড়ে দেওয়া যায় না। এই ধরনের ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বাড়াতে ফালাকাটা থানার উদ্যোগে একটি সচেতনতা শিবির করা হলো জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ে।
বুধবার কলেজের হলঘরে কলেজ পড়ুয়াদের সচেতন করতে ফালাকাটা থানার আইসি সনাতন সিংহ, জটেশ্বর ফাঁড়ির ইনচার্জ উৎপল নার্জিনারী, লীলাবতী মহাবিদ্যালয়র পরিচালন সভাপতি সমরেশ পাল, টিচার ইন চার্জ নারায়ণ চন্দ্র বসুনিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। সনাতন সিংহ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদির দ্বারা ছাত্রছাত্রীরা সময় কাটাতে কাটাতে অনেক সময়ই অচেনা কারো ফাঁদে পড়ে যাচ্ছে। যে কারণে ছাত্রছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক আক্রমণের ঘটনা ঘটছে। তাদেরকে এই বিষয়ে সচেতন করা হয়েছে। এইদিন মানব পাচার, গার্হস্থ্য হিংসা, বাল্যবিবাহ, গণপিটুনি, মদ্যপান ও মাদক দ্রব্য, সামাজিক মাধ্যমের ব্যবহার ,সাইবার ক্রাইম ইত্যাদি বিষয়গুলো নিয়ে ছাত্র-ছাত্রীদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন আইসি সনাতন সিংহ। বর্তমান সামাজিক অবস্থায় এই সমস্যাগুলোকে যাতে দূর করা যায় এবং ছাত্রছাত্রীরা যাতে আরও সচেতন হয়ে ওঠে। কলেজের টিচার ইন চার্জ নারায়ণ চন্দ্র বসুনিয়া বলেন, পুলিশের উদ্যোগে এবং কলেজের সহযোগিতায় ছাত্রছাত্রীদের সচেতন করতে এই শিবির করা হয়।