সদলবলে বিজেপিতে যোগদান বিন্নাগুড়িতে
সুমন কুন্ডু,বানারহাট:বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় একশোজন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে সামিল হন । আজ রবিবার বিন্নাগুড়ি নালন্দা শিশুনিকেতন প্রাথমিক স্কুলে একটি ইন্ডোর অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির দলীয় পতাকা সদ্য সামিল হওয়া সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শুরু করবার আগে লাদাখের গালওয়ান উপত্যকায় শহীদ বীর ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন সহ দুই মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির বর্ষীয়ান নেতা অরুন সিং,সমীর রায়, রানা ঘোষ সহ ধূপগুড়ি উত্তরপূর্ব বিজেপি যুব মোর্চার রতন রায় উমেশ যাদব রাহুল ওঁরাও সহ অন্যান্য নেতৃবৃন্দ।