সন্তান দলের প্রচার হলদিবাড়িতে
কেন্দ্রীয় সম্পাদকের জেলাভিত্তিক কর্মীসভা সফল করতে সস্তানদলের প্রচার হলদিবাড়িতে । সন্তানদলের প্রতিষ্ঠাতা বালক ব্রহ্মচারী মহারাজের শুভ ১০৩তম (জন্মদিবস) কর্মীদিবস উপলক্ষ্যে সন্তানদল উত্তরবঙ্গ কমিটির সহযোগীতায় কেন্দ্রীয় কমিটির সম্পাদক অঞ্জন দেব জলাপাইগুড়ি জেলাভিত্তিক কর্মীসভা ১৬ই নভেম্বর বুধবার বেলা ১টায় ময়নাগুড়ি রোডে অনুষ্ঠিত হবে।জলপাইগুড়ি জেলা কর্মীসভাকে সফল করার লক্ষ্যে মেখলিগঞ্জ মহকুমার চ্যাঙরাবান্দা ও হলদিবাড়ি সহ জলপাইগুড়ি জেলার প্রতিটি মহকুমা , ব্লক ,অঞ্চল ও চা বাগান এলাকা গুলি থেকে ব্যাপক হারে অংশগ্রহন করার লক্ষ্যে কর্মীদের মাঝে জনসংযোগের বার্তা তুলে ধরতে কর্মীসভা খুলি বৈঠক ও প্রচারপত্র বিলি, গাড়িসহ ভ্রাম্যমান প্রচার, ৫ ও ৬ই নভেম্বর মেখলিগঞ্জ, হলদিবাড়ি, সাতকুড়া, মানিকগঞ্জ, বেরুবাড়ি, ঘুঘুডাঙ্গা, চাউলহাটি, রাজগঞ্জ, জলপাইগুড়ি শহর সহ পাহাড়পুর, রংধামালি, বোদাগঞ্জ, ডান্ডিগুড়ি চাবাগান এলাকা সহ জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি অঞ্চলের ১০ নম্বর গজোলডোবায় কবিগানের আসর সহ সন্তানদলের প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে।এই প্রচার অভিযানে জনসংযোগের বার্তা তুলে ধরে অংশগ্রহন করছেন । এইদিন প্রচার অভিযানে উপস্থিত ছিলেন সন্তানদল উত্তরবঙ্গ কমিটির সভাপতি সুশিল সেন, উত্তরবঙ্গ কমিটির আহ্বায়ক ও সন্তান দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জীব দাস , সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় সরকার, ময়নাগুড়ি এলাকার সংগঠক ধীরেন রায় , জলপাইগুড়ি জেলার সংগঠক আশুতোষ চক্রবর্তী অন্যান্য নেতৃত্বরা ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট।