সন্ত নিকোলাস ডে’তে আবাসিকদের উপহার প্রবীর বাবুর
কোচবিহার: সন্ত নিকোলাস ডে উপলক্ষে সিস্টার টেরেসা প্রাইমারি স্কুলের আবাসিক অসহায় শিশু ও হস্টেলের সিস্টারদের সঙ্গে সময় কাটালেন শিক্ষক প্রবীর মিত্র। এর আগেও তিনি আবাসিক অসহায় শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়েছেন। রবিবার সন্ত নিকোলাস ডে পালন করলেন শিশুদের হাতে বিভিন্ন রকমের চকোলেট, কুকিজ, বিস্কুট, মাস্ক সহ অন্যান্য খাদ্যদ্রব্য উপহার দিয়ে। উল্লেখ্য, সন্ত নিকোলাস একজন পবিত্র আত্মা রুপে খ্যাত খ্রীষ্টান সমাজে। তিনি দরিদ্র শিশু ও মানুষকে সাহায্য করতে গিয়ে নিজের সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েছেন। ইতিহাস অনুসারে তৃতীয় বা চতুর্থ শতকে এই মহান আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে আধুনিক সমাজে সান্তা ক্লজ এর আবির্ভাব। ২৫শে ডিসেম্বর বড়দিন, তার আগে ৬ই ডিসেম্বর সন্ত নিকোলাস ডে। এই দিনে শিশুদের উপহার দিতে পেরে খুশি প্রবীর বাবু।