সন্ধান পেতে নিখোঁজ ডায়েরি মাথাভাঙ্গা থানায়
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা: দশমী থেকে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারী এলাকায়। অনেক খোঁজাখুঁজির পর লিখিত অভিযোগ দায়ের মাথাভাঙ্গা থানায়। গীতা বর্মন নামে এক গৃহবধূ তিন দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার রাতে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূর ভাসুর জীতেন বর্মন। তিনি বলেন, আমার ভাইয়ের নাম বিশ্বজিৎ বর্মন। তার স্ত্রী গীতা বর্মন (২৫)। ভাই কাজের সূত্রে ভিনরাজ্যে থাকে। বাড়িতে দুই শিশু সন্তান এবং তার স্ত্রী ছিল। কিন্তু দশমীর দিনে ব্যাঙ্কের টাকা তোলার নামে বাড়ি থেকে বের হয়। ভাইয়ের স্ত্রী সেদিন থেকেই নিখোঁজ। আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেক জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু এখনও কোনো হুদিস পায়নি। একপ্রকার বাধ্য হয়ে মাথাভাঙ্গা থানায় নিখোঁজের বিষয়ে জিডি করেছি বলে তিনি জানান। তিনি এও বলেন, বাড়িতে একটা বাচ্চা রেখে এবং দেড় বছরের বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিখোঁজ হয়েছে বলে তিনি দাবি করেন।