সন্ধান পেতে লিখিত অভিযোগ দায়ের শীতলকুচি থানায়
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা: শীতলকুচি ব্লকের সর্বেশ্বর জয়দুয়ার এলাকার রতন বর্মন নামে এক ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ বলে জানান নিখোঁজ ব্যক্তির ভাই মানিক বর্মন। শনিবার সকাল বেলা মানিক বর্মন জানান, আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ। ইতিমধ্যেই শীতলকুচি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে কিন্তু এখনও কোনো খোঁজ না পাওয়ায় চরম আশঙ্কায় ভুগছে তার পরিবার বলে তিনি জানান। শীতলকুচি পুলিশ জানান, সর্বেশ্বর জয়দুয়ার এলাকার এক ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তির পরিবারের এক সদস্য। তবে ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি পুলিশ।