সন্ন্যাসীকাটা বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে তৃণমূলের জয়
রাজগঞ্জ: রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাবাড়ি এক্রামিয়া হাই মাদ্রাসায় রবিবার অনুষ্ঠিত হল স্কুল পরিচালন সমিতির নির্বাচন। ২০১৭ সালের পর আবারও ভোট হওয়ায় স্থানীয়দের মধ্যে ছিল প্রবল কৌতূহল। পরিচালন সমিতি কার দখলে যাবে, তা ঘিরে টানটান উত্তেজনা দেখা দেয় ভোটকেন্দ্র জুড়ে।
ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল সমর্থিত ৬ জন ও বাম সমর্থিত ৫ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ২১৬ জন, যার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৯৭ জন অভিভাবক। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল রাজগঞ্জ থানার বিরাট পুলিশবাহিনী।
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, গ্রাম পঞ্চায়েত প্রধান রুবা খানম, অঞ্চল সভাপতি রৌশন হাবিব,তহমিদার রহমান ও অন্যান্য নেতৃত্বরা।
বিকেল ৫টা থেকে শুরু হয় ভোট গণনা। দুই পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও, শেষ পর্যন্ত একতরফা ফল করে তৃণমূল। তৃণমূল সমর্থিত সবকটি ৬ জন প্রার্থীই জয়ী হন। অপরদিকে বাম সমর্থিত ৫ জন প্রার্থীই পরাজিত হন।
ফল ঘোষণার পরেই উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এবারে স্পষ্টতই পরিচালন সমিতি গিয়েছে শাসক দলের দখলে।
ফলাফলের পর চলুন শুনি তৃণমূল ও সিপিএম নেতৃত্বরা কে কি প্রতিক্রিয়া দিলেন।
