সন্মেলন

নিউজ ডেস্ক, দিনহাটা: গোসানীমারীর অপূর্ব ভবনে অনুষ্ঠিত হল SUCI (C)র কৃষক সংগঠন AIKKMS র তৃতীয় দিনহাটা ১ নং ব্লক সম্মেলন। এই সম্মেলন থেকে দাবি ওঠে – অবিলম্বে সার বীজ কীটনাশক ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে, সমস্ত উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আইন সঙ্গত করতে হবে, বিদ্যুৎ বিল ২০২১ বাতিল করতে হবে। এই সম্মেলন থেকে কমরেড সাবু চন্দ্র রায় কে সভাপতি এবং কমরেড গুণধর বর্মন কে সম্পাদক করে ৩০ জনের একটি শক্তিশালী ব্লক কমিটি গঠন করা হয়, যাদের নেতৃত্বে আগামী দিনে কৃষক ও কৃষীর স্বার্থে দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তোলা হবে।
আজকের এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন AIKKMS র কোচবিহার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট কৃষক নেতা কমরেড রূহুল আমিন, AIKKMS র জেলা সম্পাদক কমরেড মানিক বর্মন এবং AIKKMS র রাজ্য কমিটির অন্যতম সভাপতি কমরেড নৃপেন কার্য্যী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *