সমস্যার সমাধানের সূত্র খুঁজতে দুয়ারে সরকারে বিজেপি নেতা,মানুষ উন্নয়নে বিশ্বাসী দাবি তৃণমূলের
নিউজ ডেস্ক,চাঁচল:১৬ নভেম্বর:মানুষের সমস্যা নিয়ে দুয়ারে সরকার শিবিরে হাজির হলেন বিজেপি নেতা তথা তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরোধী দলনেতা।
রাজ্যসরকারের জনমুখী প্রকল্পের ফর্ম পূরণের পাশাপাশি শিবিরের কাছে হাত লাগান
চাঁচল থানার কলিগ্রামে বর্ষিয়ান বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী।মানুষের সুবিধার্থে প্রকল্পের ফর্ম পূরণের কাজ করেন তৃণমূলের প্রধান রেজাউল খান।
বুধবার মালদহের চাঁচল-১ ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গার্লস স্কুলে দুয়ারে সরকারের শিবির বসে।সেখানে তৃণমূলের প্রধান সহ বিজেপি নেতারা যৌথভাবে মানুষের কাজে সহায়তা করেন। দুয়ারের সরকার ক্যাম্পে আংশিক বিদ্যুৎ বিল ছাড়াও সেখানে রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের শিবির বসে।এদিন শিবির গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।শিবির চলাকালীন হঠাৎই আসেন বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী।বিরোধী দল হলেও সাধারণ মানুষের জন্য তৃণমূল সরকারের প্রকল্প গুলি পেতে মানুষের জন্য সাহায্যেের হাত বাড়িয়ে দিতে কোনো অসুবিধা নেই,মত প্রকাশ করলেন বর্ষিয়ান বিজেপি নেতা।রাজ্য সরকারের উন্নয়নের উপর ভরসা রাখছেন বিজেপি নেতারাও।তার প্রমাণ মিললো কলিগ্রামে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে।বিভেদ নয়,মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা সকলেই যন পান।তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছেন রাজ্য সরকার।জানালেন তৃণমূলের প্রধান রেজাউল খান।রেজাউল আরোও বলেন,বিজেপি নেতা যে সমস্যা নিয়ে এসেছিলেন শিবিরে তা আমরা সমাধান করেছি।পঞ্চায়েত নির্বাচনে মানুষ উন্নয়ন দেখেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে।