সমারোহ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের নতুন সেমিস্টারের পঠনপাঠন
জটেশ্বরঃ দীক্ষারম্ভঃ সমারোহ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের নতুন সেমিস্টারের পঠনপাঠন। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ্য ডঃ সুশান্ত কুমার রাউল এবং বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকাদের উপস্থিতিতে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। এইদিন অনুষ্ঠানে কলেজকে র্যাগিং মুক্ত করতে, ছাত্রছাত্রীদের নিয়ম শৃঙ্খলা ও বিধিনিষেধ মেনে চলতে, নেশাজাতীয় দ্রব্য সেবন না করতে, ছাত্রছাত্রীদের অভিযোগ গ্রহণ করতে, ছাত্রছাত্রীদের পরামর্শদান সহ সমগ্ৰ পাঠ্যক্রম সম্পর্কে জানানো হয়। কলেজের অধ্যক্ষ ডঃ সুশান্ত কুমার রাউল বলেন, “তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিয়ে আজ কলেজে দীক্ষারম্ভঃ সমারোহ অনুষ্ঠান করা হয়। ইউজিসির গাইডলাইন মেনে আমরা কলেজে এই অনুষ্ঠান করি।”