সমিতির ৩৬ তম সাধারণ সভা আরহ ব্যবসায়ী সম্মেলন
উজ্জ্বল অধিকারী, কামাখ্যাগুড়ি, ২৪ মাৰ্চঃ বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের বারবিশাত, বারবিশা ব্যবসায়ী সমিতির ৩৬ তম সাধারণ সভা আরোহ ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হইল। এদিন সাকালে বারবিশা এলাকাত একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বাইর করা হয় । বারবিশা বাজার, চৌপথী হয়া এলাকার মেলা পথ ঘুরে শোভাযাত্রাটা। শোভাযাত্রা শেষত ব্যবসায়ী সমিতির হলঘরের সামনত শুরু হয় সম্মেলন। সেটে অতিথি হিসেবে উপস্থিত আছিল আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) নৃপেন্দ্র সিং, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস (সরকার), আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, কুমারগ্রাম ব্লকের বিডিও মিহির কর্মকার সদে অন্যান্য বিশিষ্ট মানষিগিলা। এদিনের সভাত অন্যান্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগিলাও হাজির আছিল। ব্যবসায়ীগিলার বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন সদে ভেল্লা বিষয় নিয়া এদিনের সম্মেলনত আলোচনা করা হয়। বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিকচন্দ্র সাহা জানায়, ‘বারবিশা ব্যবসায়ী সমিতি খালি ব্যবসায়ীগিলার সমস্যাই দেখে না, এলাকার উন্নয়ন করিবার বাদে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সেই লক্ষ্যত এদিন সমিতির ৩৬তম সাধারণ আরোহ ব্যবসায়ী সম্মেলন করা হইল। সাকালের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়া হামার অনুষ্ঠান শুরু হয়।