সম্প্রতির বার্তা

সুবল গোপ, উত্তর দিনাজপুর: চোপড়া বাসন্তী পুজো কমিটির পক্ষ থেকে আজ বুধবার ইফতারির আয়োজনের মধ্য দিয়ে হিন্দু মুসলিম সম্প্রীতির পরিবেশ লক্ষ্য করা গেল চোপড়া বাসন্তী পুজো কমিটির পুজো প্রাঙ্গণে।
এই উদ্যোগে চোপড়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রত্যেকেই আনন্দিত, চোপড়া তে সাম্প্রদায়িক বিদ্বেষ এর কোন জায়গা নেই আজকের এই বাসন্তী পুজো কমিটির উদ্যোগে ইফতারিতে অসংখ্য পরিমাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতির হার দেখে বোঝা গেল, চোপড়া এলাকার প্রচুর সংখ্যক হিন্দু ভাইয়েরা সকলে মিলে এই আয়োজন করেন, তাতে যে পরিমাণে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজনদের সমাগম লক্ষ্য করা যায় তা ছিল চোখে পড়ার মতো। এই ইফতারি পার্টিতে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়া ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আজহারউদ্দিন, চোপড়া মাইনোরিটি ব্লক প্রেসিডেন্ট মেরাজুল ইসলাম, উদ্যোক্তা তন্ময় কুন্ডু, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সাদিক, রাজিব গুহ, জিয়ারুল রহমান, জেলা যুব সহ-সভাপতি জিয়াউল হক সহ একাধিক চোপড়া ব্লক তৃণমূল নেতৃত্ব। এই সভা থেকে প্রত্যেকেই সাংবাদিকদের জানান সত্যিই এই ধরনের কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। চাপড়াতে যেভাবে সর্ব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতি বজায় ছিল তা আগামীতেও থাকবে, কোন সাম্প্রদায়িক দল আমাদের এই ধারাকে নষ্ট করতে পারবেনা, প্রত্যেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তাই তুলে ধরেন ধর্ম যার যার উৎসব সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *