সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের
নিউজ ডেস্ক,তুফানগঞ্জ:রাস্তার ধার সম্প্রসারণের দাবিতে দেওচরাই GP র বালাঘাটে দেওচরাই গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয় এই অবরোধ। অবরোধের জেরে দেওচরাই গামী রাজ্য সড়কে প্রচুর যানজট তৈরী হয়। অবরোকারীদের দাবি দেওচরাই গামি রাজ্য সড়ক টি দীর্ঘ দিন ধরে বেহাল ছিলো। বেশ কয়েকবার অবরোধ সহ অন্দোলনের ফলে রাস্তা টি সংস্কার হয়। রাস্তা টি সংস্কার হলো প্রায় মাস খানেক হলো। কিন্তু রাস্তার ধার বা পাশ অনেকটা খাড়া। একটা গাড়ী গেলে বাকি দের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। দ্বিতীয় গাড়ি যাবার কোনও পথ নেই। গাড়ী বেড়িয়ে যাবার পর বাকিদের যেতে হয়। রাস্তার পাশ খাড়া থাকার দরুণ যাবার পথে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিন স্কুলের ছাত্র ছাত্রী সহ বহু মানুষ যাতায়াত। ইতি মধ্যে একজন এই জায়গায় দুর্ঘটনায় মারা যায়। রাস্তা সংস্কারের সময় যে ঠিকাদার সংস্থা বরাত পেয়েছিল তাদের বার বার স্থানীয় রা বলেছিল, তারা আশ্বাস দিয়েছিল কিন্তু কাজ শেষ হতেই তারা পালিয়ে যায় বলে অভিযোগ। সোমবার ফের সকালে ঐ এলাকায় দুর্ঘটনায় দুই জন আহত হয়। তাদের একজন কে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বাধ্য হয়েই স্থানীয়রা রাস্তার ধার সম্প্রসারণের দাবিতে অবরোধে সামিল হয়।