সরকারি সভায় আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ বিধায়কের
বিনয় নার্জিনারী, আলিপুরদুয়ার: কালচিনি বিডিও বিজেপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিভিন্ন সরকারি সভায় আমন্ত্রণ জানাচ্ছে না বলে অভিযোগ করল কালচিনি বিধায়ক উইলশন চম্প্রামারী। শনিবার কালচিনি বিজেপির রাঙামাটি রোড স্থিত কার্যলয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন কালচিনির বিধায়ক । তিনি জানান বিডিও শুধুমাত্র শাসকদলের প্রতিনিধি দের নিয়ে সভা করছে । এ ব্যাপারে কালচিনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রভাত মুখার্জি বলেন এতদিন কোথায় ছিলেন আমাদের এমএলএ,আজ চার মাস পর ব্লকবাসীদের কথা মনে পড়লো!