“সরকারে নয় দরকারে আছি” এই স্লোগান কে সামনে রেখে SFI/DYFI এর পক্ষ থেকে বিনামূল্যে বাজার বসলো গোসাইরহাট এলাকায়
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা: “সরকারে নয় দরকারে আছি” এই স্লোগান কে সামনে রেখে
SFI/DYFI গোসাইরহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে বিনামূল্যের বাজার বসলো এদিন।আজকের বাজারের উদ্বোধন করেন DYFI জেলা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুধাংশু প্রামাণিক এবং বিপুল বর্মন । উপস্থিত ছিলেন SFI জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর মিয়া , কমরেড দীনবন্ধু বর্মন ,গণ আন্দোলনের বর্ষীয়ান
নেতা কমরেড বিশ্বনাথ প্রামাণিক,প্রাক্তন ছাত্র নেতা কমরেড চন্দন বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ।