সরিষার বীজে ভারতের জাতীয় পতাকার ক্ষুদ্রতম ছবি এঁকে আন্তর্জাতিক স্বীকৃতি ধুপগুড়ির ছাত্রের
নিজস্ব সংবাদদাতা, ধুপগুড়িঃ চোখে দেখা যায় না এমন অতিক্ষুদ্র সরিষার বীজে ভারতীয় জাতীয় পতাকার চিত্র এঁকে “ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস” এ নাম তুললেন ধুপগুড়ির গধেয়ারকুঠি অঞ্চলের পাড়কুমলাই গ্রামের ছাত্র চন্দন রায়। চন্দন বর্তমানে গুজরাট নাভসারী এগ্রিকালচার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। সে জানায় তাদের যেহেতু, বিভিন্ন উদ্ভিদ, কৃষিকাজের বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় তাই সেখান থেকেই তার সরিষার বীজ এ জাতীয় পতাকার ক্ষুদ্রতম ছবি আঁকার ভাবনা মাথায় আসে। তিনি মাত্র 3.9 মিলিমিটার সরিষার বীজ এ জাতীয় পতাকার এই চিত্র এঁকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। সেই সঙ্গে তিনি এও জানান ছবিটি আঁকতে তার মাত্র 10 মিনিট সময় লেগেছিল এবং এখানে তিনি কৃত্রিম রং ব্যবহার করেন। চন্দন রায়ের বাবা মনীন্দ্রনাথ নাথ রায় জানান যে তার ছেলে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আর্ট শেখেনি কিন্তু নিজের অধ্যাবসায় একান্ত প্রয়াসে আজ সে এই সম্মান লাভ করে। তিনি আরো জানান চন্দন ছোট থেকেই ছবি আঁকতে ভীষণ পছন্দ করেন তাই যখনই ফাঁকা সময় পান কাগজ-কলম নিয়ে বসে পড়েন, এমনকি ছোট বেলায় খেলতে খেলতে মাটির উপরেও ছবি আঁকেন। বর্তমানে তিনি মোমের উপর ভারতীয় অশোক স্তম্ভের ছবি আঁকছেন বলে মত প্রকাশ করেছেন। তিনি আরো জানান ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি আর্টও চালিয়ে যাবেন। চন্দনের এই সাফল্যে তার বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সকলেই দারুণ খুশি।