সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রকল্পের শুভ মুকুলন
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা:মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের খাগড়িবাড়িত বুধবার ফিতা কাটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ মুকুলন করিছে বিডিও শুভজিৎ মন্ডল। এছাড়াও অনুষ্ঠানত যুগ্ম বিডিও ফজলুল রহমান, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি বর্মন হাজির আছিলেক।
বিতা বছর প্রকল্পের কাজ শুরু হৈছিলো। কোচবিহার জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থত আর নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তত্বাবধানে থানীয় সুটুঙ্গা নদীর পাড়ত এই প্রকল্পটি গড়ি উঠিছে। প্রকল্পের ব্যয়ভার ধরা হৈছে ২২ লক্ষ টাকা। এই প্রকল্পের মাধ্যমত গৃহস্থালির পচনশীল আর অপচনশীল বর্জ্য সংগ্রহ করার ব্যবস্থা থাকিবে। তার পর সংগৃহিত কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমত কম্পোস্ট সারের পাশাপাশি আরহ কিছু দ্রব্য উৎপাদনের পরিকল্পনা নেওয়া হৈছে যা মানষির দৈনন্দিন জীবনের নানা কাজত ব্যবহার করা হবে।