সাংবাদিক নিগ্রহ অবশেষে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ

নিউজ ডেস্ক, শিলিগুড়ি: আরে এই গ্রেপ্তারের পরেই দল স্পষ্ট জানিয়ে দিল তারা অভিযুক্তদের পাশে থাকবে না। এর আগেই দলের থেকে জানানো হয়েছিল চরম নিন্দনীয় কাজ করেছে এই কর্মীরা। এবার গ্রেপ্তার হওয়ায় জানিয়ে দিন আইন আইনের মতই চলবে। অন্যায় বরদাস্ত করা হবে না।

গোটা ঘটনায় রাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিশের ভূমিকায় খুশি। সঙ্গে দলীয় সিদ্ধান্ত কঠোর হওয়া সন্তোষ প্রকাশ করেছেন আক্রান্ত সাংবাদিকরাও।

কদিন আগে সুখানি গ্রাম পঞ্চায়েতের খবর করতে গিয়ে তৃণমূলের এক গোষ্ঠী নেতৃত্বে হামলা চলে সাংবাদিকদের উপর।
সাতজন সাংবাদিক আহত হয়। তাদেরকে হাসপাতালে চিকিৎসাও করা হয়েছে। এই ঘটনায় রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তদন্তে নামে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

গোটা ঘটনায় কলকাতা থেকে রাজ্য নেতৃত্ব ছুটে আসেন। সাংবাদিকদের উপরে হামলা নিয়ে রাজগঞ্জে তারা প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। এমন হামলা সুনীল সরকার পুলিশকে বলেন অভিযুক্তরা পারবেনা।

বিস্তারিত আসছে,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *