সাংবাদিক বৈঠকে তৃণমূল জেলা সভানেত্রী

নিউজ ডেস্ক, শিলিগুড়ি:পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে শনিবার শিলিগুড়ি জেলা অফিসে সাংবাদিক বৈঠক করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতল সভাপতি পাপিয়া ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।এই সাংবাদিক বৈঠক থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের চারটি ব্লকের সভাপতি এবং সহ-সভাপতি নাম ঘোষণা করেন পাপিয়া ঘোষ।তিনি জানান রাজ্য থেকে সার্ভে টিম এসেছিলেন এবং তারা সার্ভে করে যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে লিস্ট রাজ‍্য নেতৃত্ব পাঠিয়েছেন, তাতে যাদের যাদের নাম সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য আছে তারা হলেন.
মাটিগাড়া ব্লকের
সভাপতি -প্রতিমা রায়
,সহ-সভাপতি -সুশান্ত ঘোষ।
নকশালবাড়ি ব্লকের
সভাপতি- আনন্দ ঘোষ, সহ-সভাপতি- সজনী শুব্বা।

খড়িবাড়ি ব্লকের
সভাপতি -রত্না সিংহ রায়
সহসভাপতি -মনিকা রায় সিংহ
ফাঁসিদেওয়া ব্লকের
সভাপতি- রিনা এক্কা,
সহ-সভাপতি- চন্দ্র মোহন রায় এর পাশাপাশি এদিন জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আগামী ২৬ তারিখ দুপুর 1 টায় শিব মন্দির সরোজিনী মাঠে মহকুমা পরিষদের নির্বাচনের বিজয় সম্মেলন হবে যেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মহাকমা পরিষদের সকল পারিষদ থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব সম্মেলনে থাকবেন। এদিন তিনি সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৃত খবর তুলে ধরার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *