সাকোয়াঝোড়ায় গঠিত হল কেএসওর কমিটি
নিজস্ব প্রতিবেদক, ধূপগুড়ি: আজকে কেএসও এর জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ‘সাকোয়াঝোড়া অঞ্চল কমিটি’ গঠন করা হল । সভায় উপস্থিত ছিলেন কেএসও এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক অপু বর্মন, কেএসও এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় রায়, কেএসও এর জলপাইগুড়ি জেলা কমিটির সহ সম্পাদক জয়ন্ত রায় প্রমুখ। সভায় সাকোয়াঝোড়া অঞ্চল কমিটির নবনির্বাচিত সভাপতি সুশান্ত মহন্ত জানান, আগামী ২০২১ সালে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করতেই হবে রাজ্য সরকারকে, না হলে উত্তরবঙ্গে কেএসও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। নতুন অঞ্চল কমিটির সম্পাদক করা হয় বিপুল রায়কে এবং কোষাধ্যক্ষ করা হয় ধিরাজ রায়কে। আজকে মোট ২১ জনকে নিয়ে সাকোয়াঝোড়া অঞ্চল কমিটি গঠন করা হয় ।