সাকোয়াঝোড়া থেকে ময়ূর উদ্ধার
ক্ষীরোদা রায়,ধূপগুড়ি: পূর্ণবয়স্ক ময়ূর উদ্ধার হলো ডুয়ার্স থেকে। বৃহস্পতিবার সকাল নাগাদ ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ১ অঞ্চলের উত্তর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা অমূল্য রায়ের সব্জি ক্ষেত থেকে উদ্ধার করা হয় ময়ূর। জানা গিয়েছে, সব্জি ক্ষেতে ময়ূরটি অসুস্থ অবস্থায় পড়ে ছিল। সেখান থেকে তুলে এনে ময়ূরটির পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীদের। বনকর্মীরা এসে অসুস্থ ময়ূরটিকে নিয়ে যান। বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার রেঞ্জার শুভাশিস রায় বলেন, উত্তর ডাঙ্গাপাড়া গ্রাম থেকে উদ্ধার করা ময়ূরটিকে প্রাথমিক চিকিৎসা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।উল্লেখ্য, গতকাল বিকেল নাগাদ ধূপগুড়ি ব্লকের জলঢাকা সংলগ্ন ময়নাতলি গ্রাম থেকেও একটি ময়ূরি উদ্ধার করা হয়। একের এক ময়ূর ঠিক কি কারণে অসুস্থ হয়ে পড়ছে তা নিয়ে চিন্তিত বনকর্মী থেকে পরিবেশ প্রেমীরা।