সাক্ষাৎ পর্ব
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: সারা বাংলা এস এল সংগঠন জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে মন্ত্রী বেচারাম মান্নার সাথে সাক্ষাৎ করলেন লাটাগুড়িতে। জানা গেছে সেল্ফ লেবার অর্গানাইজার বা এস এল ও শ্রমদপ্তর এর অধীন কমিশনের ভিত্তিতে শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা কাজ করে থাকেন। তারা দীর্ঘদিন থেকে সারা রাজ্যে ছয় হাজারের উপরে এস এল ও কমিশনের পরিবর্তে বেতনের দাবিতে আন্দোলন করছেন।সেইমতো শুক্রবার জলপাইগুড়ি জেলা সারাবাংলা এস এল সংগঠনের পক্ষ থেকে শ্রমমন্ত্রীর বেচারাম মান্না সাথে দেখা করেন। মন্ত্রী বেচারাম মান্না জানালেন এস এল ও দাবী সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব সরকার সুরাহার করার চেষ্টা করছে।