সাতটা বিধানসভার ভোট গণনা হবে জলপাইগুড়ি, মালবাজারত

ডেস্ক রিপোর্ট: ধূপগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি আর ডাবগ্রাম ফুলবাড়ি‌ বিধানসভা কেন্দ্রের গণণা হবে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস’ত। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের গণণা হবে জলপাইগুড়িত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসত আর মালবাজার, নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের গণণা হবে মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের ক্যাম্পাসত। নিরাপত্তাকর্মী মোতায়েন‌ করা হইসে জলপাইগুড়ি জেলার তিনটা গণণা কেন্দ্রত। কোভিড প্রোটকল মানিয়া গণণা কেন্দ্রের ভিতর ঢুকির দেওয়া হবে কাউন্টিং এজেন্ট সহ প্রার্থীক। জেলার সাতটা বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হবে ২ তারিখ। আর একটা দিন পরে সবরকম টেনশনের মুক্তি ঘটিবে। তবে এই মুহূর্তে করোনার কারণে সগারে নজর কিছুটা রাজনীতি থাকি সড়ি থাকিলেও ২ তারিখ সকাল থাকি সগারে নজর থাকিবে ভোট গণনার উপর। ভোটের ফল ঘোষণার পরে বিজয় মিছিল করা যাবেনা, ফলে দলের সাধারণ কর্মী সমর্থকলার ভিতরের আবেগ বুঝা যাবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পর্দাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *