সাত দফা দাবি নিয়ে গাজোল থেকে মালদার পথে বামফ্রন্টের দুই সংগঠনের
আব্দুল ওহাব, মালদা:৭ দফা দাবি নিয়ে যুব ফেডারেশন (DYFI) ও ছাত্র ফেডারেশন (SFI) এই দুই ছাত্র যুব ফেডারেশন মিলিত হয়ে প্রায় ৭০ জন গাজোল থেকে মালদা টাউন হলে উক্ত সমাবেশে যোগদান দিতে যাচ্ছে।এই বিষয় এসএফআইয়ের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন আমরা গাজোল থেকে ৭ দফা দাবি নিয়ে মালদা টাউন হলে সমাবেশে যাচ্ছি। এই সাত দফা দাবি হচ্ছে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে,, N.R.E.G.E প্রকল্পে গ্রামে বছরে দুইশ দিনের কাজের দাবিতে,, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের প্রতিবাদে,, রাষ্ট্রায়ত্ত সংস্থা রেল বীমা কয়লা বেসরকারিকরণ প্রতিবাদী,, মানুষ মানুষের সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন বন্ধন গড়ে তুলতে,,, শিল্পায়নের দাবিতে,, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত একজন বেকার যুবক যুবতীর মাসে ন্যূনতম ৬ হাজার টাকা বেকার ভাতার দাবিতে,, এইসব দাবি-দাওয়া নিয়ে আমরা মালদা টাউন হলে সমাবেশে যাচ্ছে বলে জানান।