সাদলিচক হাইস্কুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্কুল ভোটে জয় লাভ তৃণমূলের

নিউজ ডেস্ক,হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সাদলিচক হাইস্কুলে কড়া পুলিশি নিরাপত্তায় মঙ্গলবার বিদ্যালয় পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হল। এ নির্বাচনে তিনটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এদিন এ নির্বাচনকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছিল। কিন্তু সকাল থেকেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল গোটা স্কুল চত্বর। সকাল থেকেই ভোট দান কর্মসূচী শুরু হয়ে যায়। তিনটি আসনে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তিনজন করে প্রার্থী দিয়েছিল। অন্যদিকে এক নির্দল প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচন শেষে গণনা করে দেখা যায় তৃণমূল কংগ্রেস সমর্থিত ৩ জন শিক্ষক প্রতিনিধি বিপুল ভোটে জয়লাভ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে সাদলিচক হাই-স্কুলের ম্যানেজিং কমিটির সম্পূর্ণটাই তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়ে গেল। স্কুলের নিজস্ব সম্পত্তি কুমেদপুর তালগ্রাম হাট। এই হাট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে স্কুল সহ এলাকার উন্নয়ন করা হয়। তাছাড়া এলাকার দরিদ্র মানুষদের সাহায্য করা হয় স্কুলের ফান্ড থেকে। জাতি ধর্ম নির্বিশেষে এই বিদ্যালয় এলাকার সকল মানুষের পাশে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *