সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সী
আব্দুল ওহাব,গাজোল: অভিনব কায়দায় করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে আজ মালতীপুর বিধানসভা কেন্দ্রের ক্ষেমপুর অঞ্চলের মালাহার জামে মসজিদে সবাই কে সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ পড়তে বললেন , সবার সাথে তিনি জুম্মার নামাজ পড়লেন এবং সবাইকে মুখে মাস্ক, হাতে সাবান বা স্যানিটাইজার লাগাতে বললেন । প্রায় এক শত লোককে মাস্ক বিতরন করলেন এই বিধানসভার কো-অডিরনেটার তথা প্রাক্তন বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী।