সাধুকে দেখতে ভিড় স্থানীয়দের
বিহারের ভাগলপুরের এক সাধু মানব কল্যাণের জন্য গত পাঁচ বছর ধরে দীর্ঘ পাঁচ হাজার কিলোমিটারের বেশি পথ গণ্ডিকেটে রওনা দিয়েছেন বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে । জলপাইগুড়ি জেলার সাতকুরা গর্তেশ্বরী মন্দিরে যাবার উদ্দেশ্যে বৃহস্পতিবার তিনি পৌঁছান হলদিবাড়ি শহরে । তার এই দীর্ঘ পথ গণ্ডিকেটে অতিক্রান্তর কথা জানতে পেরে বৃহস্পতিবার আশেপাশের মানুষ ভিড় জমান সেই সাধু বাবাকে দেখতে । জানা যায় ওই সাধুর নাম শ্রী সত্যদেব দাস তার বাড়ি বিহারের ভাগলপুরের বাঁকা জেলায়। তিনি জানান পাঁচ বছর আগে সুলতানগঞ্জ থেকে মাটিতে গণ্ডিকেটে বৌদ্ধনাথ , তারাপীঠ, দেশের বিভিন্ন পীঠস্থানে যান । তিনি জানান বদাগঞ্জস মন্দির থেকে গণ্ডিকেটে তিনি যাচ্ছেন সাতকুরা গর্তেশ্বরী মন্দিরে । প্রত্যেক দিন ভোরে সূর্য ওঠার আগে এই গণ্ডিকাটা শুরু করেন তিনি । এবং সূর্য অস্ত যাওয়ার আগে গণ্ডীকাটা স্থগিত রাখেন তিনি । রাতে কোন ভক্তের বাড়িতে আশ্রয় নেন তিনি । তবে তার গণ্ডিকাটার সময় শুধু শরবত খান তিনি । তিনি রাতে নিজের খাবার নিজেই তৈরি করেন । জানা যায় বৃহস্পতিবার সারাদিন গণ্ডিকেটে হলদিবাড়ি সত্যনারায়ন গোশালাতে তিনি রাত্রি জ্ঞাপন করবেন । শুক্রবার সকালে ফির জলপাইগুড়ি জেলার সাতকুরা গর্তেশ্বরী মন্দিরে যাবার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।