সাপ উদ্ধার
নিউজ ডেস্ক, শিলিগুড়ি:কুয়োর মধ্যে পড়ে থাকা সাপের জীবন বাঁচালো পরিবেশপ্রেমী।ঘটনা আসাম মোড় এলাকায়।ফের এক নিরিহ জীবের প্রাণ বাঁচালো পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। জানা গেছে, কয়েকদিন থেকেই একটি (bandit create) কালাজ প্রজাতির সাপ কুয়োর মধ্যে পড়ে রয়েছে। বেশ কয়েক দিন ধরে। এলাকার বাসিন্দারা অনেক চেষ্টা করেও কুয়োর থেকে সাপটিকে উঠাতে পারছিল না। অবশেষে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ বাবুকে খবর দিলে তিনি তড়িঘড়ি এসে মঙ্গলবার রাতে সাপটিকে কুয়ো থেকে উদ্ধার করে।তার উপযুক্ত জায়গায় ছেড়ে দেন।