সাপ নাকি মিষ্টি কুমড়ার গছ! চিনা মুশকিল, মানষির ভিড়
মানিক বর্মন, তুফানগঞ্জঃসাপের নাখান মিষ্টি কুমড়ার গছ। সেই গছ দেখিতে ভিড় তুফানগঞ্জের দেওচড়াই অঞ্চলের নেপালখাতা দেওচড়াই এলাকার গোপাল রায়ের বাড়িত।দেড় মাস আগত মিষ্টি কুমড়ার গছ গাড়েন গোপাল বাবু। পত্থম অবস্থায় স্বাভাবিক আকারের ছিল কুমড়ার গছটা। তবে মাত্র কয়েকটা দিন আগ থাকি দেখেন কেমন যেন অস্বাভাবিক হারে বড় আর মোটা হবার ধরিসে মিষ্টি কুমড়ার গছ। জানা গেইসে, সাত ইঞ্চি মোটা হয় গছের মূল ডোর। আশ পাশের মানষির কাথাত গছটা দেখিতেও হইসে সাপের মতন। আর সেই গছটা দেখিতে দূরদুরান্ত থাকি মানষির ভিড় জমিসে গোপাল রায়ের বাড়িত।