সাফাই অভিযান
সুবল গোপ, চোপড়া: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বাস স্ট্যান্ড বাজার ও জনবহুল এলাকার নোংরা আবর্জনা সাফাই অভিযানে নামলেন চোপড়ার একটি সমাজসেবী সংস্থা । সোমবার চোপড়ার লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সদর চোপড়ার বাস স্ট্যান্ড বাজার ও জনবহুল এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা প্লাস্টিকের ক্যারি ব্যাগ সহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে গাড়িতে করে বাইরে ফেলার কাজ শুরু করেছে । সোসাইটির কর্ণধর তথা চোপড়ার দীর্ঘদিনের সমাজসেবী ফয়াজ মতি জানান, এলাকায় দূষণ মুক্ত পরিবেশ গড়তে স্বচ্ছ ভারত কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন চোপড়া জুড়ে সাফাই কর্মসূচী পালন করা হয় । একাজে হাত লাগায় পিন্টু পাল ফয়জুল হক তাপস বর্মন কামরুল রাজু আলম ও সমবারু রা। সোসাইটির এই কাজে সাধুবাদ জানিয়েছেন চোপড়ার বাসিন্দারা।